thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মোহাম্মদপুরে বোমা তৈরির কারখানার সন্ধান

২০১৩ ডিসেম্বর ২০ ১৬:৩১:০২
মোহাম্মদপুরে বোমা তৈরির কারখানার সন্ধান

দ্য দিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব ও পুলিশ। একটি হাতবোমা বিস্ফোরণকে কেন্দ্র করে শুক্রবার পৌনে ৬টার দিকে এ কারখনার সন্ধান পাওয়া যায়।

এর আগে দুপুরে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হন। আহতরা হলেন- সাব্বির হোসেন (২৫) ও মো. শাহিন (৩৭)। সাব্বিরের বাসা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে এবং শাহিনের বাসা শেখের টেকে।

এ ঘটনার পর পুলিশ ও র‌্যাব জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে পেট্টোলসহ ১০০টি হাতবোমা, বোমা তৈরির বিস্ফোরক, বোমা তৈরির খালি বোতল ও এক কেজি গানপাউডার উদ্ধার করে।

এ বিষয়ে র‌্যাব-২ এর কমান্ডিং অফিসার (সিও) মেজর মোহম্মাদ আজাদ বলেন, ‘মোহম্মাদপুর এলাকায় একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় থানা পুলিশ আহত অবস্থায় একজনকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপতালে নিয়ে যায়। পরে র‌্যাব ও পুলিশ সদস্য অভিযান চালায়। একপর্যায় জেনেভা ক্যাম্পের এক তলার একটি কক্ষে হাতবোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় জড়িত নাবিল নামে একজনকে আটক করেছে র‌্যাব।’

মেজের আজাদ বলেল, ‘নাবিল মোহাম্মাদপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তিনি বিভিন্ন সময় হাতবোমা ও পেট্রোলবোমা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এ ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে। নাবিল ছাড়া আরও একজনকে পুলিশ আটক করেছে।’

(দ্য রিপোর্ট/কেজেএন/এনইউডি/এনডিএস/রা/ডিসেম্বর ২০,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর