thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

নিউজিল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন টেলর

২০১৩ ডিসেম্বর ২০ ১৬:৩৭:২৮
নিউজিল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন টেলর

দ্য রিপোর্ট ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৫৬ রান করেছে ব্রেন্ডন ম্যাককুলামের দল।

প্রথম ইনিংসে খেলতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে নিউজিল্যান্ড। দলের ৪৩ রানের মধ্যেই ২ উইকেট হারিয়েছে তারা। সাজঘরে ফিরেছেন পিটার ফুলটন (১০) ও হামিশ রুথারফোর্ড (১১)। রুথারফোর্ডকে স্যামি এবং ‍ফুলটনকে আউট করেছেন নারিন।

ওপেনার জুটি ভাঙার পর দলের হাল ধরেছেন কেন উইলিয়ামসন। তাকে ভালো সঙ্গ দিয়েছেন রস টেলর। হাফসেঞ্চুরির (৫৮) পর নারিনের দ্বিতীয় শিকার হয়েছেন উইলিয়ামসন।অবশ্য সতীর্থ টেলর রানের চাকা সচল রেখেছেন।

টেলর (৫৬) ও অধিনায়ক ম্যাককুলামের (১১) দৃঢ় ব্যাটিংয়ে দিনের বাকি সময় ঝামেলাহীনভাবেই পার করেছে নিউজিল্যান্ড।

এর আগে শিবনারায়ণ চন্দরপলের অপরাজিত ১২২ ও দিনেশ রামদিনের সেঞ্চুরিতে (১০৭) গুটিয়ে যাওয়ার আগে ৩৬৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর :

নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ১৫৬/৩ (উইলিয়ামসন ৫৮, টেলর ৫৬*; নারিন ২/৪৩)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ৩৬৭ (চন্দরপল ১২২*, রামদিন ১০৭; সাউদি ৪/৭৯)

(দ্য রিপোর্ট/সিজি/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর