thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

তালায় প্রতিপক্ষের হামলায় আহত ৭

২০১৩ ডিসেম্বর ২০ ১৭:০১:৩৫
তালায় প্রতিপক্ষের হামলায় আহত ৭

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাতজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- তেঁতুলিয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের সালাউদ্দিন সরদার, অবুল কালাম, মোমতাজ সরদার, হাসান আলী সরদার, আবুল কাসেম, শরিমন নেছা ও জামাল সরদার। এদের মধ্যে আবুল কাশেমের অবস্থা আশঙ্কাজনক। আহতদের তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত আলাউদ্দিন জানান, মোস্তাফিজুর রহমান রেন্টুর নেতৃত্বে আমিনুর রহমান, মিজানুর, মতলেব, মোস্তাফিজ, মোমিনুর, ফজর আলী, ওজিয়ার, নুরুল ইসলাম, মশিয়ারসহ ১৫-২০ জন রামদা ও লোহার রড নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে না পেয়ে অন্যদের কুপিয়ে আহত করে। রাস্তায় পেয়ে তাকেও মারপিট করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাতজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি।

(দ্য রিপোর্ট/এমআর/এফএস/এনডিএস/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর