thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় কৃষক নিহত

২০১৩ ডিসেম্বর ২০ ১৭:০৩:৪৩
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় কৃষক নিহত

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টরের ধাক্কায় রমজান আলী (৪৪) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী দামুড়হুদা উপজেলার কুড়ালগাছী গ্রামের আনোয়ার হোসেন মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষক রমজান আলী সাইকেলে করে নিজ গ্রাম কুড়ালগাছির উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় ইউনিয়ন পরিষদের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন রমজান আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রমজান আলী মারা যান।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এএইচ/এফএস/এনডিএস/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর