thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

২০১৩ ডিসেম্বর ২০ ১৭:৩৬:০৩
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমি অফিসের কাছে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক বাইসাইকেল চালক মারা গেছেন। নিহত কৃষক রমজান আলী (৪৫) দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। শুক্রবার সকাল সোয়া ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি)আহসান হাবীব জানান, শুক্রবার সকাল ৯টার দিকে রমজান আলী স্থানীয় কার্পাসডাঙ্গা বাজার থেকে বাজার করে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কার্পাসডাঙ্গা ভূমি অফিসের কাছে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালিভর্তি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়।

আহতাবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই দুর্ঘটনার ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হবে না বলে তারা জানিয়েছেন। এজন্য তারা ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চেয়েছেন জেলা প্রশাসক মহোদয়ের কাছে। অনুমতি পাওয়া গেলে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য লাশ হস্তান্তর করা হবে।

(দ্য রিপোর্ট/আরআর/এপি/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর