thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

নিরাপত্তার অজুহাতে নাও আসতে পারে পাকিস্তান!

২০১৩ ডিসেম্বর ২০ ১৭:৫০:২৩
নিরাপত্তার অজুহাতে নাও আসতে পারে পাকিস্তান!

দ্য রিপোর্ট ডেস্ক : আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ও টোয়েন্টি২০ বিশ্বকাপ। আসন্ন দুটি প্রতিযোগিতায় নাও দেখা যেতে পারে পাকিস্তানকে! নিরাপত্তার অজুহাত দেখিয়ে টুর্নামেন্ট ২টি থেকে জাতীয় ক্রিকেট দলকে প্রত্যাহার করে নেয়ার চিন্তা-ভাবনা করছে পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষ।

বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও পাকিস্তান বিরোধী সেন্টিমেন্ট বৃদ্ধি পাওয়ার বিষয়টি গভীরভাবে পর‌্যবেক্ষণ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বিষয়ে ভারতের বার্তা সংস্থা পিটিআইকে সোর্স (পাকিস্তানি) জানিয়েছেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। জানুয়ারিতে আইসিসি কি সিদ্ধান্ত নেয় তার অপেক্ষায় রয়েছি আমরা। মার্চ-এপ্রিলে বাংলাদেশে টোয়েন্টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নাকি অন্য কোথাও তা সরিয়ে নেয়া হবে।’

ওই সোর্স আরও বলেছেন, ‘যদি আইসিসি প্রতিযোগিতা (এশিয়া কাপ ও টোয়েন্টি২০ বিশ্বকাপ) অন্যত্র সরিয়ে নেয়। তবে আমরাও নতুন সূচি ও ভেন্যু (স্বাগতিক দেশ) খোঁজে না পাওয়া পর্যন্ত প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নেবো।’ মূলত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আইসিসি ও এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) কি প্রতিক্রিয়া জানায় তার জন্য অপেক্ষা করছে পাকিস্তান।

গত ২ বছর ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র। পর পর ২ বার দেশটিতে মুশফিকদের যাওয়ার কথা থাকলেও নিরাপত্তার জন্য শেষ পর্যন্ত পাকিস্তান সফর স্থগিত করেছে বিসিবি। বিষয়টি ভালোভাবে নেয়নি পিসিবি। তাই বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি সামনে এনে নিরাপত্তার অজুহাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার পাঁয়তারা করছে পাকিস্তান।

এদিকে সবধরনের শঙ্কা উড়িয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, জানুয়ারিতে সংসদ নির্বাচনের পরই স্বাভাবিক হয়ে যাবে সবকিছু।

(দ্য রিপোর্ট/সিজি/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর