thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘দেশের মানুষ আর শেখ হাসিনার শাসন চায় না’

২০১৩ ডিসেম্বর ২০ ১৭:৫৫:০৫
‘দেশের মানুষ আর শেখ হাসিনার শাসন চায় না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন-‘দেশের মানুষ আর শেখ হাসিনা সরকারের শাসন চায় না।’

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার বিকেলে জাতীয় পার্টি(কাজী জাফর) আয়োজিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন শীর্ষক বিশেষ কাউন্সিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি কাজী জাফরকে উদ্দেশ করে বলেন, আমি পৃথিবীর কোথাও দেখি না একজন সুস্থ মানুষকে বিনা কারণে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এরশাদ এই নাটকও করেছে। আপনি যে গণতান্ত্রিক ধারা চিন্তা করে নতুন জাতীয় পার্টি গঠন করেছেন, সেই লক্ষ্য থেকে সামান্য বিচ্যুতি ঘটলে জাতি আপনাকে এরশাদের চেয়েও বড় দালাল হিসেবে চিহ্নিত করবে। কেননা তখন আপনি এরশাদের চেয়েও বড় অভিনেতা হিসাবে গণ্য হবেন।

কাদের সিদ্দিকী আরো বলেন, আজ আমরা সবাই দেউলিয়া হয়ে গেছি। আমরা সকলে আমাদের সত্ত্বাকে আওয়ামী লীগ সরকারের কাছে বিক্রি করে দিয়েছি। সরকার যেভাবে চাচ্ছে সেভাবেই আমরা চলছি। জনগণের চিন্তা ও চেতনা বলতে এখন আর কিছুই নেই। আমরা স্বাধীন রাষ্ট্রে থেকেও পরাধীন।

(দ্য রিপোর্ট/এমএম/এপি/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর