thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

জোহরা তাজউদ্দীনের মৃত্যুতে বিএনপির শোক

২০১৩ ডিসেম্বর ২০ ১৮:০৬:১০
জোহরা তাজউদ্দীনের মৃত্যুতে বিএনপির শোক

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনীতিবিদ স্বাধীনতাযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী মরহুম তাজউদ্দীন আহমেদের সহধর্মিনী সৈয়দা জোহরা তাজউদ্দীনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিএনপি।

শুক্রবার এক শোকবাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মরহুমা সৈয়দা জোহরা তাজউদ্দীনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

তিনি বলেন, মরহুমা সৈয়দা জোহরা তাজউদ্দীন একজন বিজ্ঞ ও আপাদমস্তক রাজনীতিবিদ। স্বামীর ন্যায় তিনি বিজ্ঞ রাজনীতিক হিসেবে সর্বমহলে সমাদৃত ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের একজন অন্যতম বলিষ্ঠ সংগঠক হিসেবে মরহুমা জোহরা তাজউদ্দীনের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয় ও গৌরবময়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মরহুমা সৈয়দা জোহরা তাজউদ্দীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এসবি/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর