thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

শাটল ট্রেনের বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় আট ঘণ্টা ট্রেন চলাচল ব্যহত

২০১৩ ডিসেম্বর ২০ ১৮:১৪:৫৮
ব্রাহ্মণবাড়িয়ায় আট ঘণ্টা ট্রেন চলাচল ব্যহত

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথের নিরাপত্তার জন্য চালু করা শাটল ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হওয়ায় টানা আটঘণ্টা ট্রেন চলাচল ব্যহত হয়।

শুক্রবার ভোররাতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। মেরামত শেষে দুপুর ১২ টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার ভোররাতে রেললাইনের ১২-১৫টি ফিসপ্লেট ও নাটবল্টু খুলে পাশের ধানের জমিতে ফেলে দেয় দুর্বৃত্তরা। এতে আখাউড়া জংশন থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকায় ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়।

পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে মেরামত কাজের পর দুপুর ১২টার দিকে উদ্ধার কাজ শেষ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশন মাস্টার অমৃতলাল সরকার জানান, ‘দুর্ঘটনার কারণে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। মেরামতের পর দুপুর ১২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

আখাউড়া রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক(ওসি) মো. সাইদুল ইসলাম জানান, ‘দুর্বৃত্তরা ফিসপ্লেট ও নাটবল্টু খুলে ফেলায় দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার কাজ শেষে দুপুর ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

(দ্য রিপোর্ট/এইচএমএস/এপি/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর