thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ব্রাহ্মণবাড়িয়া সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮

২০১৩ ডিসেম্বর ২০ ১৮:২৬:০০
ব্রাহ্মণবাড়িয়া সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের উড়শিউড়া ও নবীনগরের শ্রীরামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। নিহতরা হলেন- কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের রিতা ইসলাম (৩৩) ও নবীনগর সলিমগঞ্জের রুবি আক্তার (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার উড়শিউড়ার কাছে সিএনজিচালিত অটোরিকশা ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর পাঁচজন আহত হয়।

অন্যদিকে নবীনগরের শ্রীরামপুরে নসিমন সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি খাদে পড়ে যায়। এ সময় রুবি আক্তার নামে এক যাত্রী নিহত ও তিনজন আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ বায়েজিদ জানান, আমরা নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছি।

(দ্য রিপোর্ট/এসকে/এপি/এসবি/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর