thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২০১৩ ডিসেম্বর ২০ ১৮:৩৩:০৭
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শেরপুর সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মহিলাসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, ভোরে নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজারের পশ্চিমে শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কের পাশে হযরত আলীর মৃতদেহ পাওয়া যায়। তার মাথায় ভারি যানের চাপা দেওয়ার চিহ্ন ছিল। তিনি পাঁচগাঁও বলিতাপাড়ার বাসিন্দা। রাতে তিনি নিজ বাড়ি থেকে পাঁচগাঁও বাজারে মেয়ের জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

এদিকে বেলা একটার দিকে একই উপজেলার নালিতাবাড়ী-নকলা রোডের কাপাশিয়া এলাকায় অরফুলি বেগম (৭০) সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি উপজেলার রানীগাঁও গ্রামের গোলাম কাদিরের স্ত্রী।

অপরদিকে বিকেল তিনটার দিকে নালিতাবাড়ী শহরের উত্তর গড়কান্দা এলাকায় নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কের বাইপাস মোড়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হয় সোহাগপুর গ্রামের হাসমত আলীর কিশোরী কন্যা হাসনা বেগম। সে তার ভগ্নিপতি সুজনের মোটরসাইকেলে করে হাতিপাগার এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানা গেছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রথম দুটি ঘটনায় কোন মামলা না হলেও ট্রাক চাপায় কিশোরী হাসনা নিহতের ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএম/এসবি/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর