thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের পতাকা মিছিল ও সমাবেশ

২০১৩ ডিসেম্বর ২০ ১৮:৩৫:৫৩
চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের পতাকা মিছিল ও সমাবেশ

চট্টগ্রাম সংবাদদাতা : পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে এবং ঢাকায় গণজাগরণ মঞ্চের মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে চট্টগ্রামে পতাকা মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকাল ৪টায় নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে পতাকা মিছিল বের হয়ে জামালখান, আন্দরকিল্লা, প্রেস ক্লাব হয়ে আবার চেরাগীপাহাড় মোড়ে এসে শেষ হয়।

পরে ঢাকায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শরীফ চৌহান, সুনীল ধর, সাবেক ছাত্রনেতা রিপায়ন বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশের মুক্তিযুদ্ধের পক্ষের আপামর মানুষ এখন পাকিস্তানের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে সোচ্চার। ঢাকায় গণজাগরণ মঞ্চ এ দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের নির্যাতনের শিকার হয়েছে। পুলিশের এ আচরণ মুক্তিযুদ্ধের সপক্ষের নাগরিকরা মেনে নিতে পারে না। গণজাগরণ মঞ্চের সংগঠকদের উপর হামলার জন্য অবিলম্বে দোষী পুলিশ সদস্যদের শাস্তি দিতে হবে। অন্যথায় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠকরা।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর