thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চট্টগ্রাম প্রেস ক্লাবের গুণীজন সংবর্ধনা

২০১৩ ডিসেম্বর ২০ ১৯:০৪:১৪
চট্টগ্রাম প্রেস ক্লাবের গুণীজন সংবর্ধনা

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে গুণীজন, কৃতী সাংবাদিক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ২০ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২টায় ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ অনুষ্ঠানের অয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। এবার গুণীজন হিসেবে সংবর্ধিত করা হয় কথাসাহিত্যিক ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ বিশ্বাসকে। কৃতী সাংবাদিক হিসেবে সংবর্ধিত হন নূর মোহাম্মদ রফিক ও তমাল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক মহসীন কাজী।

প্রধান অতিথির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, গুণীজন ও কৃতীদের সংবর্ধিত করে চট্টগ্রাম প্রেস ক্লাব বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবার গুণীজন ও কৃতী সাংবাদিক হিসেবে যে তিনজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হচ্ছে প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে সমুজ্জ্বল। ড. রণজিৎ বিশ্বাস অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে এ পর্যায়ে আসতে সক্ষম হয়েছেন। তিনি সবক্ষেত্রে সমান পারদর্শী। বর্তমান সরকারের সচিবের দায়িত্ব পালন ছাড়াও সাহিত্যের নানা ক্ষেত্রে রয়েছে তাঁর অবাধ বিচরণ। নূর মোহাম্মদ রফিক ও তমাল চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি আরো বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত।

প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম এবং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদ রউফ।

গুণীজন হিসেবে অনুভূতি ব্যক্ত করেন গিয়ে ড. রণজিৎ বিশ্বাস আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব তাঁকে যে সম্মাননা প্রদান করছে তার জন্য তিনি শুধু কৃতজ্ঞ নন তিনি উচ্ছ্বসিতও। তিনি বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে আদর্শ দেশ উল্লেখ করে বলেন, আমাদের পূর্বপুরুষ এ দেশের জন্য যে ত্যাগস্বীকার করেছেন তা অনুকরণীয়। তাদের ত্যাগ ও আদর্শ অন্তরে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

কৃতী সাংবাদিক হিসেবে নূর মোহাম্মদ রফিক ও তমাল চৌধুরী তাদের অনুভূতি ব্যক্ত করেন।

প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, মহান বিজয়ের মাসে আমরা এ আয়োজন করেছি। আমরা গুণীজন হিসেবে বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা দিতে পেরে সত্যিই গর্বিত। সঙ্গে সঙ্গে আমাদের দু’জন প্রিয় মানুষ আমাদের সহকর্মী নূর মোহাম্মদ রফিক ও তমাল চৌধুরীকে সংবর্ধনা প্রদান করছি। এছাড়া আমাদের আদরের সন্তান যারা এবার এসএসসি ও এইচএসসিতে কৃতিত্ব অর্জন করেছে তাদেরকেও সম্মাননা প্রদান করছি। তিনি আমন্ত্রিত অতিথিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গুণীজন ও দুই কৃতী সাংবাদিককে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ড. অনুপম সেন। এছাড়া প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস প্রেস ক্লাবের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।

২০১৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ প্রেস ক্লাব সদস্য সন্তানদেরও সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্তরা হলেন আনিসা করিম সিদ্দিকা, ঋত্বিক বড়ুয়া, আনুশা মেহরিন, তন্বী দাশ, ইফতেখার হোসেন সিফাত, অনিন্দ্য সেন, সুচিত্রা দে, আকিব মো. ফারুক, নিশাত সালসাবিল, উৎসব বড়ুয়া, আবীর ওসমান ধ্রুব, নিশা বড়ুয়া, সুসান ইকবাল সানি, নিতু বড়ুয়া, শফিকুল হাসান, জান্নাতুল ফেরদৌস এবং মাহের ইবনে রহমান।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর