thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত ২

২০১৩ ডিসেম্বর ২০ ১৯:৫১:৫২
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত ২

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া কলেজ গেটের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং অপর দুইজন আহত হয়েছে।শুক্রবার বিকাল ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন এবং আহত দিদারের বাড়ি চন্দ্রঘোনার পাঠানপাড়ায় এবং জাহাঙ্গীরের বাড়ি চন্দ্রঘোনা ছুফিপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের ওভারটেক সামাল দিতে গিয়ে দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হলে এক আরোহী নিহত এবং অপর দুইজন আহত হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন জানান, আহত তিন মোটরসাইকেল আরোহীকে ইছাখালীস্থ রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মোহাম্মদ ইয়াসিন (২২) নামক একজনকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় মোহাম্মদ দিদার (২৩) নামক অপর একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মোহাম্মদ জাহাঙ্গীর (৩৫) নামে আর একজনকে গুরুতর আহত অবস্থায় চন্দ্রঘোনাস্থ রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি ও যাত্রীবাহী বাস রাঙ্গুনিয়া থানা হেফাজতে নিয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর