thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে : গণসংহতি আন্দোলন

২০১৩ ডিসেম্বর ২০ ১৯:৫৬:১৫
পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে : গণসংহতি আন্দোলন

দ্য রিপোর্ট প্রতিবেদক : পাকিস্তানের পার্লামেন্টে যুদ্ধাপরাধী কাদের মোল্লার শাস্তির বিরুদ্ধে যে প্রস্তাব নেওয়া হয়েছে তা শুধু ন্যক্কারজনকই নয়, কূটনৈতিক শিষ্টাচারের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে গণসংহতি আন্দোলন। এ কারণে অবশ্যই তাদের ক্ষমা চাইতে হবে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার বিকেলে গণসংহতি আন্দোলন আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এ দাবি জানান।

তারা বলেন, ওই প্রস্তাব বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর পাকিস্তানের হস্তক্ষেপের চেষ্টা।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, আবুল হাসান রুবেল, বাচ্চু ভূইয়া, আবু বকর রিপন, জুলহাসনাইন বাবু, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত মল্লিক প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ একাত্তরের ঘটনার জন্য পাকিস্তান সরকারকে ক্ষমা চাওয়ার দাবি জানান।

বক্তারা সরকারকে অবিলম্বে পাকিস্তানকে ক্ষমা চাইতে বাধ্য করতে পদক্ষেপ নেওয়ারও দাবি জানান।

(দ্য রিপোর্ট/সাআ/এমএআর/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর