thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

ছুটির দিনে ব্যাংক খোলা, লেনদেন ‘গড়পরতা’

২০১৩ ডিসেম্বর ২০ ২০:০১:২৭
ছুটির দিনে ব্যাংক খোলা, লেনদেন ‘গড়পরতা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধী দলের টানা অবরোধ কর্মসূচির পর শুক্রবার ছুটির দিনেও ব্যাংক খোলা রাখা হয়েছে। তবে লেনদেন ছিল স্বাভাবিকের চেয়ে কম।

রাজধানীর বেশ কিছু ব্যাংক সূত্রে জানা যায়, স্বাভাবিক দিনের তুলনায় গড়ে ৪০ থেকে ৪৫ শতাংশ লেনদেন হয়েছে।

ডাচ্-বাংলা মতিঝিলের বৈদেশিক মুদ্রা শাখার মতিঝিল শাখার ব্যবস্থাপক আবদুল্লাহ আল কাফি দ্য রিপোর্টকে বলেন, ছুটির দিনেও কিছু কিছু গ্রাহক এসেছেন। তবে মোট লেনদেন খানিকটা কম হয়েছে।

ফারমার্স ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারুনুর রশিদ বলেন, কিছু গ্রাহক টাকা জমা করেছেন। আবার কেউ কেউ টাকা তুলেছেন। আবার কিছু এলসিও খোলা হয়েছে।

রুপালী ব্যাংকের নোয়াখালীর বামনি শাখার ব্যবস্থাপক জয়নাল আবেদিন বলেন, স্বাভাবিক দিনের তুলনায় ৩৫ থেকে ৪০ শতাংশ লেনদেন হয়েছে।

একই ব্যাংকের মহাখালী শাখার কর্মকর্তা মিঠু জানিয়েছেন তাদের শাখায় উল্লেখ করার মতো লেনদেন হয়নি।

সোনালী ব্যাংকের মতিঝিলের লোকাল অফিসের কর্মকর্তা নাসের হোসেন জানান, লেনদেন খুবই সীমিত। বিশেষ প্রয়োজন আছে এমন কিছু গ্রাহক এসেছেন।

দেশে ৫৬টি তফসিলি ব্যাংক রয়েছে। এসব ব্যাংকের দেশব্যাপী প্রায় ১১ হাজার শাখা আছে।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট গত সপ্তাহে টানা ছয় দিন অবরোধ কর্মসূচি পালন করেছে। এতে সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা ব্যাংকে লেনদেন ঠিকমত করতে পারেননি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে জনস্বার্থে তফসিলি ব্যাংকগুলোর সব শাখা শুক্রবার খোলা রাখার নির্দেশ দেয়।

(দ্য রিপোর্ট/এএইচ/এসবি/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর