thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

সারাদেশে ৮ জন নিহত : দাবি বিএনপির

২০১৩ অক্টোবর ২৬ ১৪:২১:০৪
সারাদেশে ৮ জন নিহত : দাবি বিএনপির
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারাদেশে শুক্রবার বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিএনপি ও ১৮ দলীয় জোটের আটজন নেতাকর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরো জানান, শুক্রবারের সমাবেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এ পর্যন্ত সাড়ে ছয় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

ফখরুল বলেন, ‘শুক্রবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃস্থাপনের দাবিতে ১৮ দলীয় জোট ঘোষিত ঢাকা মহানগরসহ দেশব্যাপী জেলা ও মহানগরগুলোতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জোটের এ বিক্ষোভ সমাবেশ নস্যাৎ করার জন্য সরকার গত কয়েক দিন তাদের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নানা ধরনের দমনমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।’

তিনি বলেন, ‘গতকালের কর্মসূচি বেপরোয়াভাবে দমন করতে গিয়ে তারা নিষ্ঠুর আক্রমণ চালিয়ে ১৮ দলের নেতাকর্মীদের হত্যা, জখম, হামলা ও নির্বিচারে গ্রেফতার করেছে।’

বিরোধীদলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গতকাল কক্সবাজারে দুজন, চাঁদপুরের ফরিদগঞ্জে চারজন, সাতক্ষীরায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের ইটের আঘাতে একজন ও নীলফামারীতে জামায়াত ইসলামের একজন সদস্য নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত বিরোধীদলের ৫৭৫ নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। মামলা দেওয়া হয়েছে ৩১ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে।’

ফখরুল বলেন, ‘সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে ভয় পাচ্ছে। অর্থনৈতিক, প্রশাসনিক ও বিচারিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে আওয়ামী লীগ চোরাগলি দিয়ে পুনরায় ক্ষমতায় আসতে চাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীতে নিজেদের লোক ঢুকিয়ে তারা তাদেরকে নিজস্ব দলীয় বাহিনীতে পরিণত করেছে।’

তিনি বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে বার বার খর্ব করেছে। আমার দেশ পত্রিকা বন্ধ করে তার সম্পাদককে গ্রেফতার করে নির্যাতন করেছে। ইসলামিক টিভি, দিগন্ত টিভি ও চ্যানেল ওয়ানকে বন্ধ করেছে। গণমাধ্যম নিয়ন্ত্রণ এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন তারা নিয়ন্ত্রকে পরিণত হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবীর রিজভী আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন প্রমুখ।

(দিরিপোর্ট২৪/আরএইচ/এমএআর/অক্টোবর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর