thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

২০১৩ ডিসেম্বর ২০ ২০:২৬:৪৪
নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশে আসন্ন দশম জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ৫ জানুয়ারির ওই নির্বাচনে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার যথেষ্ট অভাব রয়েছে এমনটি উল্লেখ করে সংস্থাটি এই সিদ্ধান্ত নিয়েছে।

ইইউর পররাষ্ট্রবিষয়ক ও নিরাপত্তা নীতিমালা-সংক্রান্ত জ্যেষ্ঠ প্রতিনিধি ক্যাথরিন অ্যাস্টনের মুখপাত্র শুক্রবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান। ব্রাসেলসে ইইউ সদর দফতর থেকে বিবৃতিটি প্রচার করা হয়েছে।

বিবৃতিতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে পরিবেশ তৈরিতে ব্যর্থ হওয়ায় নিন্দা জানানো হয়েছে। এমনকি সাম্প্রতিক সময়ে জাতিসংঘের নেওয়া উদ্যোগও ব্যর্থ হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

কমিশনের ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন সবপক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের রাজনৈতিক মত প্রকাশের অধিকরের প্রতি শ্রদ্ধা জানাতে রাজনৈতিক নেতৃত্বকে উৎসাহ জুগিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইইউ নির্বাচন পর্যবেক্ষণে মিশন পাঠানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে।

তবে সব দলের অংশগ্রহণে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ সুগম করার মতো রাজনৈতিক পরিস্থিতি থাকলেই নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত আছে।

(দ্য রিপোর্ট/আদসি/এসবি/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর