thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বান্দরবানে টমটমের ধাক্কায় শিক্ষক নিহত

২০১৩ ডিসেম্বর ২০ ২১:০৩:১৭
বান্দরবানে টমটমের ধাক্কায় শিক্ষক নিহত

বান্দরবান সংবাদদাতা : বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় টমটমের ধাক্কায় আবদুল ওয়াহেদ ভূইঁয়া (৭৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জেলার আলীকদম বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক ড্রাইভার একটি টমটম রাস্তার পাশে রেখে যান।এ সময় একটি শিশু টমটমের সুইচে চাপ দিলে টমটমটি পথে দাঁড়ানো শিক্ষক আবদুল ওয়াহেদকে সজোড়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়।এতে তিনি মারাত্মক আহত হন।এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার কিছুক্ষণ পরে তিনি মারা যান।

নিহত শিক্ষক আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।তিন বছর আগে তিনি অবসরে যান।

আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি রনি কর্মকার জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার কিছুক্ষণ পর তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/এসডি/এপি/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর