thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সার্ক কান্ট্রি ওপেনে চ্যাম্পিয়ন শাহাদাত

২০১৩ ডিসেম্বর ২০ ২১:১৫:১৪
সার্ক কান্ট্রি ওপেনে চ্যাম্পিয়ন শাহাদাত

দ্য রিপোর্ট প্রতিবেদক : তৃতীয় সার্ক কান্ট্রি ওপেন ফুল কন্টাক কারাতের অনূর্ধ্ব-১৮ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন স্বাগতিক বাংলাদেশের শাহাদাত হোসেন সাজিদ।

এ বিভাগে রানারআপ হয়েছেন স্বদেশি আলেকজান্দার ওয়াদুদ। আর তৃতীয় স্থান পেয়েছেন আরেক বাংলাদেশি কারাতেকা হাসিব বিন সালেহ।

অন্যদিকে সিনিয়র বিভাগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইরান। ইরানের পক্ষে চ্যাম্পিয়ন হয়েছেন আমির আজিমী। প্রথম রানারআপ হয়েছেন একই দেশের মুসা বাঘিনী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন নেপালের বিরমান লামা। তৃতীয় রানারআপ হয়েছেন নেপালের ভুপেস শাকিয়া।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কৃত করেছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় উপস্থিত ছিলেন মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসানউজ্জামান মনি এবং খিউকুশীন কারাতে বাংলাদেশের সাধারণ সম্পাদক মনির আহমেদ।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর