thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

জোহরা তাজউদ্দীনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

২০১৩ ডিসেম্বর ২০ ২১:৩১:২৮
জোহরা তাজউদ্দীনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

দ্য রিপোর্ট প্রতিবেদক : সৈয়দা জোহরা তাজউদ্দীনের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও মন্ত্রিসভার সদস্যরা শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার নির্মম হত্যাকাণ্ডের পর তিনি রাজনৈতিককর্মী ও সংগঠক হিসেবে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেন, জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদের সদস্য হিসেবেও বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে একত্রে কাজ করার সময় সাধারণ মানুষের জন্য তার যে ভালবাসা দেখেছি তা অতুলনীয়। রাষ্ট্রপতি তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় জোহরা তাজউদ্দীনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যার পর আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেখ হাসিনা দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে জোহরা তাজউদ্দীনের অমূল্য অবদানের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যর মধ্য দিয়ে দেশ এক নিবেদিতপ্রাণ ও দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এক শোকবাণীতে বলেন, সৈয়দা জোহরা তাজউদ্দীন ছিলেন দেশ ও জাতির একজন সূর্য সন্তান। তিনি ছিলেন দেশের কল্যাণের প্রতীক। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবককে হারালো।

এ ছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বস্ত্র ও পাট এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শাজাহান খান, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী জোহরা তাজউদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী ও চিফ হুইপ মো. আব্দুস শহীদও আলাদা এক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন।

শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে জোহরা তাজউদ্দীন মারা যান।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর