thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

একক কাতায় মারিয়ার স্বর্ণ

২০১৩ ডিসেম্বর ২০ ২১:৪২:৩৯
একক কাতায় মারিয়ার স্বর্ণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিজয় দিবস কারাতে প্রতিযোগিতায় সিনিয়র মহিলা একক কাতায় দো ইউনিয়নের কারাতেকা স্বর্ণ পদক জিতেছেন। এ ইভেন্টে কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের শাকিয়া শাম্মা রঙনু রৌপ্য এবং সিতোকাই কারাতে দো: অ্যাসোসিয়েশনের মোমেনা খাতুন ব্রোঞ্জপদক জিতেছেন।

ছেলেদের ১০-১২ বছর বিভাগে একক কাতায় বাংলাদেশ সিতোরিউ কারাতে দো ইউনিয়নের নাঈমুল ইসলাম স্বর্ণ, হোপ ওয়ার্ল্ডের জুয়েল রানা রৌপ্য এবং ব্রোঞ্জ পেয়েছেন সিতোকাই কারাতে দো: এর আফনান হোসেন। ছেলেদের ১৬-১৮ বছর বিভাগে একক কাতায় সো: কা: আরিয়ানা একা: এর নাজিম রহমান স্বর্ণ, সিতোকাই কা: দো: এর আরমান হোসেন রৌপ্য এবং বা: সি: কা: এর নুরুল তৌফিক ব্রোঞ্জ জিতেছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর