thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

পাঠ্যপুস্তক উৎসব নিয়ে শঙ্কা

অবরোধে বাধাগ্রস্ত বই সরবরাহ

২০১৩ ডিসেম্বর ২০ ২১:৫০:৪৭
অবরোধে বাধাগ্রস্ত বই সরবরাহ

১৮ দলীয় জোটের টানা অবরোধ-হরতালের কারণে পহেলা জানুয়ারিতে উদযাপিত হতে যাওয়া পাঠ্যপুস্তক উৎসব বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মূলত পরিবহন জটিলতায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ২০১৪ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এর ফলে গত চার বছর ধরে পহেলা জানুয়ারি উদযাপিত পাঠ্যপুস্তক উৎসব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এ আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা।

এনসিটিবির বিতরণ বিভাগের নিয়ন্ত্রক মোস্তাক আহমেদ ভূঁইয়া দ্য রিপোর্টকে বলেন, ‘অবরোধ-হরতালের কারণে উপজেলা পর্যায়ে পাঠ্যবই সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। অবরোধ-হরতালে ঝুঁকি নিয়ে চালকেরা গাড়ি চালাতে চান না। ফলে সময়মতো সব বই পৌঁছানো নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।’

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০১৪ শিক্ষাবর্ষে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসার এবতেদায়ী ও দাখিলের ৩ কোটি ৭৩ লাখ ৬৭২ শিক্ষার্থীদের ২৯ কোটি ৭৪ লাখ ৭৩ হাজার ৩৮৬টি বই দেওয়া হবে। এর মধ্যে প্রাথমিকের ৩৩টি বিষয়, মাধ্যমিকের ১০২টি, এবতেদায়ীর ৩৪টি এবং দাখিলের ৭৯টি বিষয়ের বই রয়েছে। প্রথমবারের মতো চালু হওয়া প্রাক-প্রাথমিকেরও প্রায় দেড় কোটি বই রয়েছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত চার বছর ধরে চলছে সারাদেশের সব স্কুলে পহেলা জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন। এরই ধারাবাহিকতায় আগামী বছরের পহেলা জানুয়ারিও পাঠ্যপুস্তক উৎসব করা হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

গত ১৮ ডিসেম্বর এনসিটিবি মিলনায়তনে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘১৮ দলের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যেও বছরের প্রথম কর্মদিবসে বই উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো হবে।’

তবে এনসিটিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে দ্য রিপোর্টকে বলেন, ‘টানা অবরোধের কারণে পহেলা জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব পালন করা নিয়ে আশঙ্কা দেখা হয়েছে। এতো অবরোধ দিলে সময়মতো বই পৌঁছানো সম্ভব নয়। টানা অবরোধ না হলে এতোদিন সব বই মাঠ পর্যায়ে পৌঁছে যেত। অবরোধে মালিকরা গাড়ি বের করতে চান না, চালকেরাও জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে চান না। ফলে বই ছাপানোর কাজ শেষ হলেও তা উপজেলা পর্যায়ে পৌঁছানো যাচ্ছে না।’

এনসিটিবির অন্য এক কর্মকর্তা নাম প্রকাশ না করে দ্য রিপোর্টকে বলেন, ‘অবরোধের কারণে আমরা এখন নিয়মিত মাঠ পর্যায়ে পাঠ্যবই সরবরাহ কার্যক্রম তদারকি করতে যেতেও পারছি না। ফলে আমাদের কাছে পূর্ণাঙ্গ পরিসংখ্যান নেই যে কত শতাংশ বই ইতোমধ্যে পৌঁছানো হয়েছে। তবে প্রায় ৮০ শতাংশ বই পৌঁছানো হয়ে থাকতে পারে। এভাবে অবরোধ চলতে থাকলে বাকি বই এ মাসের মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছানো সম্ভব নাও হতে পারে।’

এনসিটিবির সচিব ব্রজ গোপাল ভৌমিক দ্য রিপোর্টকে বলেন, ‘আমরা সময়মতো পাঠ্যবই পৌঁছানো নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্ত নই। অবরোধ-হরতালে পাঠ্যবই সরবরাহে সমস্যা হলেও আমরা সময়মতো বই পৌঁছাতে সাধ্যমতো চেষ্টা করছি। ইতোমধ্যে সিংহভাগ বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। আশা করি বাকি বইও সময়মতো পৌঁছাতে পারব।’

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএ/সাদি/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ সংবাদ এর সর্বশেষ খবর

বিশেষ সংবাদ - এর সব খবর