thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

দিরাই রাজনগর প্রাথমিক বিদ্যালয়

একশ ১১জন শিক্ষার্থীর একজন শিক্ষক

২০১৩ ডিসেম্বর ২০ ২২:১৯:৪৫
একশ ১১জন শিক্ষার্থীর একজন শিক্ষক

সুনামগঞ্জ সংবাদদাতা : শিক্ষক সংকটে পাঠদান ব্যহত হচ্ছে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।একশ ১১জন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র একজন।

জানা গেছে, অনেকটা দুর্গম এলাকা হওয়ায় নিয়োগ পেলেও পরবর্তীতে তদবির চালিয়ে অন্যত্র চলে যান শিক্ষকরা।দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে প্রয়োজনীয় শিক্ষক না থাকায় বিদ্যালয় বিমুখ হচ্ছে অনেক শিক্ষার্থী।ফলে ভেস্তে যেতে বসেছে সরকারের শিক্ষা কার্যক্রম।

শিক্ষিকা রুবেনা আক্তার জানান, ৩জন শিক্ষকের পদ শুন্য থাকলেও কেউ আসতে চান না বিদ্যালয়টিতে।তাই শত প্রতিকূলতা উপেক্ষা করে শিক্ষার্থীদের মায়াজালে পড়ে আমাকেই ক্লাস নিতে হয়।যেদিন প্রয়োজনীয় কাজে অফিসে যেতে হয় সেদিন ক্লাস বন্ধ রাখা হয়।

স্থানীয় চেয়ারম্যান আব্দুল কদ্দুস জানান, বিষয়টি আমি ইতিপূর্বে একাধিকবার জানিয়ে আসছি।কিন্তু কর্তৃপক্ষ আমলে নিচ্ছেন না।

উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায় জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত শিক্ষক সংকটের সমাধান হবে।

(দ্য রিপোর্ট/আরএআর/এপি/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর