thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

উগান্ডায় সমকামিতাবিরোধী বিল পাশ

২০১৩ ডিসেম্বর ২০ ২২:৪৮:৫৩
উগান্ডায় সমকামিতাবিরোধী বিল পাশ

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার পার্লামেন্ট সমকামিতার সর্বোচ্চ সাজা যাবজ্জীবনের বিধান রেখে বিল পাশ করেছে। তবে পর্যাপ্ত সংখ্যক সংসদ সদস্য উপস্থিত এমনটা উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী এই বিলের ভোটাভুটিতে বিরোধিতা করেন। খবর বিবিসির।

এদিকে বিশ্ব নেতৃবৃন্দ এই বিলের সমালোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওই ঘটনাকে ‘ঘৃণ্য’ হিসেবে অভিহিত করেছেন।

ওই বিলে কয়েকটি অপরাধের ঘটনায় সংসদ সদস্যরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করেছিলেন। এগুলো হলো- যদি অপরাধী অপ্রাপ্তবয়স্ক হয় কিংবা এইচআইভি ভাইরাস বহনকারী কেউ হয়। তবে শেষ পর্যন্ত সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড নির্ধারণ করা হয়।

এই বিল উত্থাপনকারী পার্লামেন্ট সদস্য ডেভিড বাহাতি বলেন, এটা উগান্ডার জয়। আমি আনন্দিত যে পার্লামেন্ট দুষ্টের বিরুদ্ধে ভোট দিয়েছে।

তিনি বলেন, যেহেতু আমরা উগান্ডার মানুষ স্রষ্টাকে ভয় করি, তাই আমরা স্বাভাবিকতাকে মুল্যায়ন করি। আর তাই এই মূল্যবোধকে সামনে রেখে পার্লামেন্ট সদস্যরা দুনিয়ার কারও পরোয়া না করে এই বিল পাশ করেছে।

বিল পাশ হওয়ার পর একজন সমকামী আন্দোলনকারী বলেন, আমি এখন আনুষ্ঠানিকভাবে অবৈধ।

ওই বিলে সমকামিতার পক্ষে সব ধরনের বিজ্ঞাপন বা প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার উগান্ডা পর্ণোগ্রাফিবিরোধী একটি বিল পাশ করে। যেখানে মেয়েদের মিনি স্কার্ট পড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

উল্লেখ্য, ঐতিহ্যগতভাবেই উগান্ডা রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত।

(দ্য রিপোর্ট/আদসি/এসবি/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর