thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বান্দরবানে সেনাবাহিনী-বিজিবি টহল

২০১৩ ডিসেম্বর ২১ ০১:৪০:২৬
বান্দরবানে সেনাবাহিনী-বিজিবি টহল

বান্দরবান সংবাদদাতা : বান্দরবানে সেনাবাহিনী-বিজিবি সদস্যদের টহল বেড়েছে। জেলা সদরের ট্রাফিকমোড়, ক্যাচিংঘাটা, রাজারমাঠসহ জেলা শহরের বিভিন্নস্থানে শুক্রবার সকাল থেকে সেনাবাহিনীর সদস্যদের কয়েকটি জিপে বিভক্ত টহল দিতে দেখা গেছে।

এছাড়া বান্দরবান-চট্টগ্রাম মহাসড়কের হলুদিয়া থেকে কেরানীহাট পর্যন্ত বিভিন্নস্থানে কয়েকটি জিপে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা টহল দিয়েছে। তবে শীতকালীন মহড়ার অংশ হিসেবে সেনাসদস্যরা টহল দিচ্ছে বলে জানিয়েছেন সেনাসূত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল থেকে বান্দরবানে সেনাবাহিনীর সদস্যরা টহল দিলেও সন্ধ্যার পর থেকে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবির টহল বেশি দেখা গেছে। সেনাবাহিনী ও বিজিবি টহলের কারণে শুক্রবার বান্দরবানে বিরোধী দলের অবরোধের সমর্থনে কোনও মিছিল হয়নি। বান্দরবান-চট্টগ্রাম সড়কও ফাঁকা। মহাসড়কের কোথাও জামায়াত-শিবির কর্মীদের অবস্থান দেখা যায়নি।

বান্দরবানের ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইদ সিদ্দিকী সাংবাদিকদের জানান, সেনাবাহিনীর এটি নিয়মিত টহল। নির্বাচনের অংশ হিসেবে নয়, শীতকালীন মহড়ার অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় সেনা সদস্যরা টহল দিচ্ছেন।

(দ্য রিপোর্ট/এএস/এইচকে/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর