thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীতে ইজিবাইক চালক গুলিতে আহত

২০১৩ ডিসেম্বর ২১ ০১:৪৩:০৫

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে রাজধানীতে একজন ইজবাইক চালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১০টার খিলগাঁওয়ে আহত ব্যক্তির নাম মো. জালাল মিয়া (২৭)। তাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

একটি গুলি তার ডান পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়েছে, এছাড়া ধারালো অস্ত্র দিয়ে ডান হাত ও দুই পায়ে কোপানো হয়েছে।

জালাল সাংবাদিকদের জানান, বাসায় ফেরার পথে খিলগাঁও গোড়ানের ৮নং রোডের টেম্পু স্ট্যান্ডে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত অতর্কিতে তার উপর হামলা চালায়। এসময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলোপাতাড়ি গুলিও করে দুর্বৃত্তরা।

খিঁলগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, এ বিষয়ে এখনো কিছু জানি না। তবে আমরা খোঁজখবর নিয়ে দেখবো।

(দ্য রিপোর্ট/এমআর/এমএআর/জেএম/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর