thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

খাগড়াছড়িতে আ.লীগ সভাপতিসহ ৮ জন অপহৃত

২০১৩ ডিসেম্বর ২১ ০১:৪৯:৫০
খাগড়াছড়িতে আ.লীগ সভাপতিসহ ৮ জন অপহৃত

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেম্রাচাই চৌধুরী ৭ জন সহযোগীসহ অপহৃত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকা থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অপহৃতদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমাও রয়েছেন। অপর অপহৃতদের নাম জানা যায়নি।

একটি আঞ্চলিক রাজনৈতিক দল অপহরণের সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র দা্বি করেছে।

শুক্রবার সকালে কয়েকজন সহযোগীকে নিয়ে রেম্রাচাই চৌধুরী জেলার স্বনির্ভর এলাকায় আওয়ামীলীগের একটি বৈঠকে অংশ নেওয়ার কথা বলে খাগড়াছড়ি যান। এরপর তিনি আর ফেরেননি।

উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী যুকেশ বিন্দু চাকমা জানান, উপজেলা চেয়ারম্যান রেম্রাচাই চৌধুরী সকাল ৯টার দিকে উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন চাকমাকে নিয়ে খাগড়াছড়ি যান। বিকেল থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

স্থানীয় সূত্রের দাবি, বেশ কয়েকদিন ধরে একটি আঞ্চলিক রাজনৈতিক দলের পক্ষ থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য রেম্রাচাই চৌধুরীকে হুমকি দেওয়া হচ্ছিল।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সেনাবাহিনী অভিযানের কথা বলে পুলিশ নিয়েছে। আমরা তাদের চাহিদা অনুয়ায়ী পুলিশ দিয়েছি।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান জানান, উপজেলা চেয়ারম্যানসহ ৭ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা, আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।

(দ্য রিপোর্ট/কেএইচ/এইচকে/জেএম/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর