thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

অবরোধের কারণে পঞ্চগড় সুগার মিলে আখমাড়াই বন্ধ

২০১৩ ডিসেম্বর ২১ ০২:২১:৪৫
অবরোধের কারণে পঞ্চগড় সুগার মিলে আখমাড়াই বন্ধ

পঞ্চগড় সংবাদদাতা : বিএনপিসহ ১৮ দলের ডাকা একটানা অবরোধের কারণে ক্রয়কেন্দ্র থেকে কাঁচামাল সংগ্রহ করতে না পারায় আখমাড়াই বন্ধ রয়েছে পঞ্চগড় সুগার মিলে। গত বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে মিলটিতে আখমাড়াই বন্ধ রয়েছে।

পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুর রশিদ জানান, আখ সরবরাহ পেলে অচিরেই উৎপাদন শুরু হবে। প্রায় ৩০ কোটি টাকার চিনি অবিক্রিত রেখেই ২০১৩-১৪ মৌসুমের আখমাড়াই শুরু করেছে পঞ্চগড় সুগার মিলস্ লিমিটেড।

চিনিকল সূত্রে জানা গেছে, গত শুক্রবার ৩০ কোটি টাকার ৫ হাজার ৯৩০ মেট্রিক টন চিনি অবিক্রিত রেখেই নতুন মৌসুমের আখমাড়াই শুরু করেছে মিল কর্তৃপক্ষ। চলতি মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ২৫০ মেট্রিক টন। অবরোধের কারণে মিল শ্রমিকসহ বিপাকে পড়েছেন জেলার কৃষকরা।

(দ্য রিপোর্ট/এলআর/এইচকে/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর