thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাতে গুড়ি গুড়ি বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা

২০১৩ ডিসেম্বর ২১ ০৩:১১:৩৮
রাতে গুড়ি গুড়ি বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা

দ্য রিপোর্ট প্রতিবেদক : পৌষ মাস আসলেও শীতের দেখা পাচ্ছিল না নগরবাসী। তবে শুক্রবার গভীর রাতে গুড়ি গুড়ি বৃষ্টির পর শীতের তীব্রতা বেড়েছে। হঠাৎ বৃষ্টির পর আকস্মিক শীত নগরীর সহায়সম্বলহীন পথের মানুষের কষ্ট বাড়িয়ে দিয়েছে।

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আরিফ হোসেন শুক্রবার রাতে দ্য রিপোর্টকে বলেন, বৃষ্টিতে শীত আরো তীব্র হবে। তবে আর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কুয়াশা বাড়বে। শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টির পরপরই অনেকেই ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। ফার্মগেটের বাসিন্দা নাসরিন আক্তার তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘কী দারুণ বৃষ্টি হচ্ছে!!!..........শীত, বৃষ্টি!! এ এক অন্যরকম ভালো লাগা....।’

সাংবাদিক হাসান আজাদ স্ট্যাটাস দিয়েছেন, ‘পৌষে বৃষ্টি। মধ্যরাতে। সারাটা দিন মেঘলা ছিল। অবশেষে আকাশ কাঁদলো আপন সুরে। কেউ কেউ বৃষ্টিতে কবিতা বা রবীন্দ্রসংগীত ছেড়ে নষ্টালজিয়ায় ভুগবে.... দেখবে নতুন স্বপ্ন। কিন্তু কনকনে শীতে রাস্তায় থাকা মানুষটি বৃষ্টিতে কি করবে...’

তবে ইতোমধ্যে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন জেলায় শীত নেমেছে। আর শীতের সঙ্গে যুক্ত হয়েছে কুয়াশাও। কুয়াশার কারণে বৃহস্পতিবার রাতে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচলেও বিঘ্ন ঘটেছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/জেএম/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর