thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিরিয়ার রাসায়নিক ধ্বংসের মিশনে এবার যুক্তরাজ্য

২০১৩ ডিসেম্বর ২১ ০৩:১৯:৪১
সিরিয়ার রাসায়নিক ধ্বংসের মিশনে এবার যুক্তরাজ্য

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার বিষাক্ত রাসায়নিক পদার্থ ধ্বংসের মিশনে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ডেকমার্ক, নরওয়ে এবং ফিনল্যান্ডের পর এবার যোগ দিচ্ছে যুক্তরাজ্য। শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে্ এ ঘোষণা দেওয়া হয়। খবর আলজাজিরার।

ব্রিটেনের ফরেন অফিস জানিয়েছে, সিরিয়ায় মজুদ করা রাসায়নিকের মধ্যে ১৫০ টন ধ্বংস করবে যুক্তরাজ্য। পরবর্তী সময়ে সেগুলো বাণিজ্যিক উৎপাদনের কাজে ব্যবহারের উপযোগী করে সমুদ্রপথে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এসব রাসায়নিক পদার্থ ব্যবহার করে যাতে সেদেশের মানুষ হত্যা করতে না পারেন সেটাই এ মিশনের মূল লক্ষ্য বলে যুক্তরাজ্যের এক কর্মকর্তা জানিয়েছেন।

ব্রিটিশ রয়েল নেভির জাহাজের মাধ্যমে যুক্তরাজ্য সিরিয়া থেকে রাসায়নিক পদার্থগুলো নিয়ে যাবে ওষুধ কারখানায় ব্যবহারের জন্য।

এছাড়া সমূদ্রে সিরিয়ার বিষাক্ত রাসায়নিক পদার্থ ‍ধ্বংসের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে যুক্তরাজ্য। পাশাপাশি যুক্তরাষ্ট্রে এসব পদার্থ পরিবহনের ক্ষেত্রেও সহায়তার কথা জানিয়েছে দেশটি।

তবে এসব রাসায়নিক পদার্থ রাসায়নিক অস্ত্র নয় বলেও যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে।

চলতি মাসের শেষ সময় পর্যন্ত যুক্তরাজ্য এ মিশনে অংশ নেবে।

(দ্য রিপোর্ট/এইচকে/জেএম/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর