thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বান্দরবানে অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু, আহত ২

২০১৩ ডিসেম্বর ২১ ০৩:২৮:৫১
বান্দরবানে অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু, আহত ২

বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের আলীকদম উপজেলা সদরে শুক্রবার রাত ৯টায় অটোরিকশার চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় আরো দুজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলীকদম বাজারে অটোরিশাচালক গাড়ী রেখে পাশ্ববর্তী দোকানে পান কিনতে যান। এ সময় যাত্রী এক শিশু অসাবধানতাবশত এক্সেলেটরে চাপ দিলে অটোরিকশাটি দ্রুত গতিতে রাস্তার পাশের এক বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওয়াহিদ ভূইয়া (৬২) নামে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়।

এ সময় অটোরিকশার ধাক্কায় দুলন শীল (১৬) এবং শম্ভু ধর (১৩) নামে আরো দুজন আহত হন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন জানান, অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এএস/এইচকে/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর