thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

লক্ষ্মীপুরে আট হাজার মাধ্যমিক শিক্ষার্থী বই পাচ্ছে না

২০১৩ ডিসেম্বর ২১ ০৩:৪৬:১৯
লক্ষ্মীপুরে আট হাজার মাধ্যমিক শিক্ষার্থী বই পাচ্ছে না

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলার বেসরকারি (ননএমপিও) ১৫টি শিক্ষা-প্রতিষ্ঠানে এবার বিনামূল্যের সরকারি বই দেওয়া হচ্ছে না। ফলে এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় আট হাজার ছাত্রছাত্রীর শিক্ষাজীবনে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, জেলা প্রশাসনের মৌখিক নির্দেশে অননুমোদিত বিদ্যালয় ও মাদ্রাসায় বিনামূল্যের বই সরবরাহ না করার সিদ্ধান্ত হয়েছে। তবে কিন্ডারগার্টেনগুলো এর আওতায় পড়ছে না।

বিনামূল্যের বই পেতে লক্ষ্মীপুর আর ইতকান ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট, লক্ষ্মীপুর তানযিমুল মিল্লাত একাডেমি, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল, হাজীরপাড়া আল বাশার একাডেমি, ভবানীগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজ, আল ইহসান স্কুল অ্যান্ড কলেজ, রামনগর মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা, লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আল ইসলাহ মহিলা কওমি মাদ্রাসা, ইসলামগঞ্জ (নাগেরহাট) দাখিল মাদ্রাসা, রিলায়েবল স্কুল অ্যান্ড কলেজ, মান্দারী ক্রিয়েটিভ দাখিল মাদ্রাসা, দালালবাজার মুহাম্মদিয়া মাদ্রাসা, আইডিয়াল দাখিল মাদ্রাসা ও হাজীরপাড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছে লিখিত অনুরোধ জানিয়েছেন। এছাড়া লক্ষ্মীপুর বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠান সমন্বয় পরিষদের পক্ষ থেকেও বই সরবরাহের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।

হাজীরপাড়া আল বাশার একাডেমির প্রধান শিক্ষক মহিউদ্দিন বলেন, ‘আমরা এতদিন ধরে সরকারি বই পেয়ে আসলেও শিক্ষা অফিস থেকে জানানো হয়েছে এবার আমাদের বই দেওয়া হবে না। অথচ জেলার অন্য উপজেলাসহ সারাদেশে আমাদের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বই পেতে কোনো বাধা নেই।’

লক্ষ্মীপুর হলি গার্লস স্কুলের উপাধ্যাক্ষ রেজাউল করিম সুমন বলেন, ‘সরকার সবার জন্য শিক্ষা বাধ্যতামূলক করলেও কিছু প্রতিষ্ঠানে বই না দেওয়ার সিদ্ধান্ত শিক্ষানীতির পরিপন্থী। অথচ সরকারি অর্থায়ন ছাড়াই অন্য প্রতিষ্ঠানের তুলনায় আমরা ভালো ফলাফল অর্জন করেছি। সরকারি বই না দেওয়ার সিদ্ধান্ত অমানবিকও বটে।’

অভিভাবক অ্যাডভোকেট বেলাল হোসেন বলেন, ‘কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বই সরবরাহ না করার বিষয়টি সম্পূর্ণ বেআইনি। এতে নাগরিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। জেলার অন্য উপজেলায় একই ধরনের প্রতিষ্ঠানে বই সরবরাহ করা হলে সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাদ যাচ্ছে কেন?’

এ প্রসঙ্গে লক্ষ্মীপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আজিজ বলেন, ‘১৫টি বেসরকারি প্রতিষ্ঠানে সরকারি বই সরবরাহের আবেদন আমি পেয়েছি। জেলা প্রশাসকের নির্দেশেই এবার অননুমোদিত বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে বই সরবরাহ না করার সিদ্ধান্ত হয়েছে। কারণ এসব প্রতিষ্ঠান পাঠদানের চূড়ান্ত অনুমোদন পায়নি এখনো।’

লক্ষ্মীপুর জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমান বলেন, ‘সরকারি আইন অনুযায়ী যেসব প্রতিষ্ঠান বই পেতে পারে সেগুলোকে বই দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অননুমোদিত বিদ্যালয় ও মাদ্রাসায় বই না দিতে কাউকে বলা হয়নি।’ তাহলে কেন ১৫টি প্রতিষ্ঠানে এবার বই সরবরাহ করা হচ্ছে না- এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

(দ্য রিপোর্ট/এমআরএস/এইচকে/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর