thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসে গোয়েন্দাগিরি!

২০১৩ ডিসেম্বর ২১ ০৪:১৭:৩৯
ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসে গোয়েন্দাগিরি!

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দারা কমপক্ষে এক হাজার বার ইসরায়েলের প্রধানমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ কর্মকর্তা, বেশ কয়েকটি আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রধানসহ বেশকিছু অফিসে তৎপরতা চালিয়েছে। সম্প্রতি প্রকাশিত এক গোপন নথিতে এই তথ্য জানা গেছে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া।

২০০৮ থেকে ২০১১ পর‌্যন্ত এসব তৎপরতা চালানো হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেনের প্রকাশিত গোপন নথিতে এসব তথ্য পাওয়া যায়।

ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, এমনকি কখনও কখনও তাদের পরিবারের সদস্যদের উপরও চালানো হয়েছে গোয়েন্দা তৎপরতা।

এই তালিকায় ইসরায়েল ছাড়াও রয়েছে ফ্রান্স ‍ও জার্মানি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সীর (এনএসএ) ও যুক্তরাজ্যের জেনারেল কমুউনিকেশন হেডকোয়ার্টার যৌথভাবে এই গোয়েন্দা তৎপরতা চালায়।

(দ্য রিপোর্ট/জেএম/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর