thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

মানবদেহে কৃত্রিম হৃৎপিণ্ড

২০১৩ ডিসেম্বর ২১ ০৪:৩০:৩৭
মানবদেহে কৃত্রিম হৃৎপিণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক : মানবদেহে পরীক্ষামূলকভাবে কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন শুরু করেছে ফ্রান্সের একটি প্রতিষ্ঠান। ফরাসি প্রতিষ্ঠান কারম্যাট জানায়, শুক্রবারই তারা মানবদেহে প্রথম কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন শুরু করেছে। খবর এএফপি।

বুধবার প্যারিসের জর্জ পম্পিডো হাসপাতালে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের লক্ষ্যে অপারেশন চালানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশন সন্তোষজনক বলে জানায়।

যে ব্যক্তির দেহে কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে তার নাম জানায়নি কর্তৃপক্ষ। তারা জানায়, রোগী ভাল আছে এবং তার আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলছেন।

তবে তারা এখনই এর সফলতা নিয়ে কোন মন্তব্য করতে নারাজ।

গত সেপ্টেম্বর মাসে কোম্পানিটিকে কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপনের বিষয়ে অনুমতি দেয় দেশটির সরকার।

(দ্য রিপোর্ট/জেএম/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর