thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চারঘাটে আ’লীগ বিদ্রোহী প্রার্থী রায়হানের সদস্যপদ বাতিলের সুপারিশ

২০১৩ ডিসেম্বর ২১ ০৫:২২:৪৬

রাজশাহী সংবাদদাতা : দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিদ্রোহী প্রার্থী রায়হেনুল হক রায়হানকে আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে। শুক্রবার চারঘাট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির জরুরি সভায় জেলা আওয়ামী লীগ কমিটির কাছে এ সুপারিশ করা হয়েছে।

চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফকরুল ইসলাম জানান, আগামী ৫ জানুয়ারির নির্বাচনে দলের মনোনীত প্রার্থী আলহাজ শাহরিয়ার আলমের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে দলের গঠনতন্ত্র অমান্য করে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন রায়হেনুল হক রায়হান।

এ ঘটনায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে রায়হানকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদসহ আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। সভায় উপজেলা আওয়ামী লীগের সদস্য, সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এইচকে/লতিফ/ডিসেম্বর ২১,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর