thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির শকুন উদ্ধার

২০১৩ ডিসেম্বর ২১ ০৭:০৫:৪৪
ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির শকুন উদ্ধার

ঠাকুরগাঁও সংবাদদাতা : উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে আবারও দেখা মিললো বিরল প্রজাতির দুটি শকুনের। খাবারের অভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে পাখিগুলো।

সদর উপজেলার মহাদেবপুর ও দেবীগঞ্জ গ্রাম থেকে শুক্রবার সকালে শকুন দুটিকে উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা। পরে জেলার প্রাণীসম্পদ দপ্তরে চিকিৎসার ব্যবস্থা করা হয় সেগুলোর।

এর ১৫ দিন আগে জগন্নাথপুর গ্রাম থেকে আরও দুটি বিরল প্রজাতির শুকুন উদ্ধার করে বন বিভাগ। ওই পাখিগুলোকে দিনাজপুরে সংরক্ষণ করা হয়।

বন বিভাগের ফিল্ড অফিসার হরিপদ দেবনাথ জানান, চিলারং ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান খবর দিলে মহাদেবপুর ও দেবীগঞ্জ গ্রাম থেকে অসুস্থ অবস্থায় পাখিগুলোকে উদ্ধার করা হয়।

জেলার সহকারী বনরক্ষণ কর্মকর্তা শ্যামল কুমার ঘোষ জানান, বাঁচার জন্য শীতপ্রধান অঞ্চল থেকে পাখিরা এসময় বাংলাদেশে আসে। এ কারণে প্রতিবছর এ সময়ে পঞ্চগড় ও ঠাকুরগাঁও অঞ্চলে বিরল প্রজাতির শকুনের দেখা মিলে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এইচকে/জেএম/লতিফ/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর