thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সাইকেলে বিশ্ব ভ্রমণ করবেন বৃদ্ধ জাফর ফরাজী

২০১৩ ডিসেম্বর ২১ ০৭:৪৬:৪৪
সাইকেলে বিশ্ব ভ্রমণ করবেন বৃদ্ধ জাফর ফরাজী

পঞ্চগড় সংবাদদাতা : বয়স বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি ভ্রমণ পিপাসু বৃদ্ধ জাফর ফরাজীর। বৃদ্ধ বয়সে বাইসাইকেলে চড়ে তিনি বিশ্ব ভ্রমণে যাবেন। ভারত, পাকিস্তান, চীন, আফগানিস্তান, ইরাক, ইরান ভ্রমণ করে সৌদিআরব যাবেন। সেখানে পৌঁছে তিনি পবিত্র হজ পালন করবেন।

বাংলাদেশের ৩১ জেলা ভ্রমণ শেষে শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলার বোদা উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের এসব কথা বলেন ৬১ বছর বয়স্ক জাফর ফরাজী।

তিনি জানান, ইতোপূর্বে তিনি বাংলাদেশের ৬৪ জেলা দুবার ভ্রমণ করেছেন। তৃতীয়বার বাংলাদেশ ভ্রমণ শেষে তিনি বিশ্ব ভ্রমণে বের হবেন।

জাফর ফরাজী জানান, গত বছর ১৫ ফেব্রুয়ারি নিজ জেলা মাদারীপুর থেকে প্রথম ভ্রমণ শুরু করেন। সাড়ে ৬ মাসের মধ্যে তিনি প্রথমবার বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ শেষ করেন। এরপর তিনি আন্তর্জাতিক পাসপোর্ট করেন। বাংলাদেশ ভ্রমণ শেষে তিনি বাইসাইকেলে ভারত, পাকিস্তান, চীন, আফগানিস্তান, ইরাক, ইরান হয়ে সৌদিআরব যাবেন।

জাফর ফরাজী পেশায় একজন দর্জি। স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ের সংসার তার। পুরনো একটি সাইকেলে প্রয়োজনীয় মালামাল ও দুটি সাইনবোর্ড লাগিয়ে ভ্রমণে বেরিয়েছেন তিনি। বিশ্ব ভ্রমণের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

(দ্য রিপোর্ট/এসআরএস/এইচকে/জেএম/লতিফ/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর