thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

পল্টনে পুলিশের তল্লাশি

২০১৩ অক্টোবর ২৬ ১৪:৫৮:১১
পল্টনে পুলিশের তল্লাশি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর পল্টনের নাইটেঙ্গেল মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। ১৮ দলের ডাকা তিন দিনের হরতালকে কেন্দ্র করে যাতে কোন ধরনের নাশকতা সৃষ্টি না হয় এ লক্ষ্যে চেকপোস্ট বসানো হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

পল্টন মডেল থানার ভারপ্রান্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, চেকপোস্ট বসানোর পাশাপাশি বিভিন্ন স্থান অভিযান পরিচালিত হচ্ছে। যাতে কেউ হরতালের নামে নৈরাজ্য করতে না পারে।

এদিকে, বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের রাস্তায়ও চেকপোস্ট বসিয়ে যানবাহন ও মানুষের দেহ তল্লাশি চালাচ্ছে পুলিশ।

(দিরিপোর্ট২৪/ডি/এফএস/এমএআর/অক্টোবর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর