thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ঢাকা-৬ আসনের এমপি মিজানুর রহমানের ইন্তেকাল

২০১৩ ডিসেম্বর ২১ ১০:৩৩:৪৫
ঢাকা-৬ আসনের এমপি মিজানুর রহমানের ইন্তেকাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মিজানুর রহমান দীপু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৯ বছর।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ জানান, শুক্রবার রাত ৩টায় বুকে ব্যথা অনুভব করলে তাকে অ্যাপলো হাসপাতালে নেয়া হয়। ভোর ৫টায় তিনি সেখানে ইন্তেকাল করেন।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাদেক হোসেন খোকাকে হারিয়ে তিনি প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের নামাজের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

এদিকে ঢাকা- ৬ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান দিপুর মৃত্যুতে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পীকার কর্নেল (অব:) শওকত আলী গভীর শোক প্রকাশ করেছেন।

পৃথক বিবৃতিতে তারা বলেন, তার মৃত্যুতে দেশ ও জাতি একজন রাজনীতিবিদ, শিল্পপতি, ক্রীড়া সংগঠক ও সমাজসেবককে হারালো। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। এ ক্ষতি কোনোভাবেই পূরণ হবার নয়।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

(দ্য রিপোর্ট/বিকে/ আরএইচ/এএস/ এমডি/লতিফ/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর