thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত এক

২০১৩ ডিসেম্বর ২১ ১০:৪৫:০৮
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত এক

নারায়ণগঞ্জ সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের শিমুলতলী বাঘবাড়ী এলাকায় নরসিংদীগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি লেগুনাকে ধাক্কা দিলে লেগুনাটি বিধ্বস্ত হয়। লেগুনার ছাদ উড়ে যায়। এতে ঘটনাস্থলেই গার্মেন্ট শ্রমিক তাহমিনা বেগম নিহত হন। তার বাড়ি আড়াইহাজার উপজেলার রসুলপুর গ্রামে। আহত হন কমপক্ষে আরও তিনজন। আহতদের রূপগঞ্জের ভুলতায় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জানান, দুর্ঘটনায় নিহত তাহমিনার বাড়ি রসুলপুর এলাকায়। তার স্বামীর নাম তাইজউদ্দিন।

(দ্য রিপোর্ট/এআর/এএস/লতিফ/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর