thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

টাঙ্গাইলে আধাবেলা হরতাল চলছে

২০১৩ ডিসেম্বর ২১ ১১:০৫:০৮
টাঙ্গাইলে আধাবেলা হরতাল চলছে

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দাইন্যা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যার প্রতিবাদে টাঙ্গাইল সদর উপজেলায় আধাবেলা হরতাল পালিত হচ্ছে।

এদিকে শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পুরনো বাস টার্মিনালে সমাবেশ হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আহম্মেদ আযমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামছুল আলম তোফা। হরতালে শহরের ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট ও যানচলাচল বন্ধ রয়েছে।

শহরের বটতলা বাজারে শুক্রবার সকালে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও দাইন্যা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুককে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা বিএনপি আধাবেলা হরতালের ডাক দেয়।

(দ্য রিপোর্ট/এআর/এএস/লতিফ/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর