thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সাতক্ষীরার দুই এসআই ক্লোজড

২০১৩ ডিসেম্বর ২১ ১১:৩৯:১৬
সাতক্ষীরার দুই এসআই ক্লোজড

সাতক্ষীরা সংবাদদাতা : জামায়াতপ্রীতির অভিযোগে সাতক্ষীরায় পুলিশের দুই উপ-পরিদর্শককে (এসআই) ক্লোজড করা হয়েছে। তারা হলেন সাতক্ষীরা সদর থানার এসআই আসাদুল ইসলাম ও দেবহাটা থানার এসআই বসিরউদ্দিন। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করেন।

একই সঙ্গে জেলার দেবহাটা, কালিগঞ্জ, পাটকেলঘাটা, কলারোয়া ও তালা থানার আরও কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জামায়াত সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের একটি সূত্র জানায়, সাতক্ষীরায় গত কয়েক মাস ধরে জামায়াত-শিবির বিভিন্ন সহিংসতা করে আসছিল। এসব ঘটনায় জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। পুলিশ বিভিন্ন সময়ে আসামিদের ধরতে যায়। কিন্তু অভিযানের আগাম খবর জামায়াতকে জানিয়ে দেন ওই দুই এসআই।

ফলে পুলিশ অভিযানে গেলেই পড়ে যায় চরম বাধার মুখে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, খুলনা রেঞ্জের পুলিশের ডিআইজি মনিরুজ্জামানের নির্দেশে তাদের ক্লোজড করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/লতিফ/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর