thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

সিরিজে সমতায় শ্রীলঙ্কা

২০১৩ ডিসেম্বর ২১ ১১:৪২:৩৭
সিরিজে সমতায় শ্রীলঙ্কা

দ্য রিপোর্ট ডেস্ক : দুবাইতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে চলমান সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে দিলশানরা।

টস হেরে ব্যাটিং করতে নামা পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। দলীয় ৮ রানে মালিঙ্গার বলে শারজিল খান আউট হয়েছেন। তবে প্রথমিক ধাক্কাটা সামলেছেন আহমেদ সেহজাদ ও মোহাম্মদ হাফিজ। দলীয় ৮৪ ও ব্যক্তিগত ৩২ রানে রান আউট হয়েছেন হাফিজ। অপরপ্রান্তে উজ্জল থেকেছে সেহজাদের ব্যাট। হাফিজের বিদাযের পর শোহেব মাকসুদকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েছেন তিনি। দলীয় ১২৮ রানে সিকুগে প্রসন্ন’র বলে মাকসুদের বিদায়ের পর ব্যাটিং করতে এসেছেন মিসবাহ-উল-হক। তাদের ১০৫ রানের জুটি দলীয় ২৩৩ রানে কুলাসেকারার বলে থেমে গেছে। ৪ নাম্বার ব্যটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি (১২৪) করেছেন সেহজাদ। মিসবাহ-উল-হক ৫৯ এবং শহিদ আফ্রিদি ১৫ বলে ৩০ রান করে অপরাজিত থেকেছেন। ৫০ ওভারে ২৮৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে পাকিস্তান।

কুলাসেকারা, মালিঙ্গা ও প্রসন্ন একটি করে উইকেট লাভ করেছেন।

২৮৫ রানের লক্ষে খেলতে নেমে ভালো সুচনা এনে দিয়েছেন কুশল পেরেরা ও দিলশান। দুজনেই রান আউটের শিকার হয়েছেন। দলীয় ৪৯ রানের কুশল (১৬) ও ৬৫ রানে দিলশান (৪০) আউট হয়েছেন। তারপর সাঙ্গাকারা ও চান্দিমাল ৯৪ রানের জুটি গড়েছেন। দলীয় ১৫৯ রানে সাঙ্গাকারা (৫৮) ও ১৬৮ রানে চান্দিমাল (৪৪) আউট হয়েছেন। পেরেরা উইকেটে টিকতে না পারলেও অ্যাঞ্জেলো ম্যাথুস (৪৭) ও কুলাসেকারার (৩২) ব্যাটের উপর ভর দিয়ে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে গেছে শ্রীলঙ্কা।

জুনায়েদ খান ৩টি, আফ্রিদি ২টি ও আজমল একটি উইকেট লাভ করেছেন। ২২ ডিসেম্বর শারজায় তৃতীয় ওয়ানডে আনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২৮৪/৪(সেহজাদ ১২৪, মিসবাহ ৫৯*, আফ্রিদি ৩০*; কুলাসেকারা ৫৬/১, মালিঙ্গা ৭৮/১)

শ্রীলঙ্কা: ২৮৭/৮(সঙ্গাকারা ৫৮, দিলশান ৪০, ম্যাথুস ৪৭; জুনায়েদ ৫২/৩, আফ্রিদি ৪৬/২)

ম্যাচ সেরা: অ্যাঞ্জেলো ম্যাথুস(শ্রীলঙ্কা)

(দ্য রিপোর্ট/এমআই/ এমডি/লতিফ/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর