thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

২০১৩ ডিসেম্বর ২১ ১১:৪৫:৪১
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরে পিকাআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। ঘটনার পর পিকআপ রেখে চালক পালিয়ে যায়। শনিবার ভোর ৫টায় চাঁদপুর সদর উপজেলার নিজ গাছতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. নাসির জানান, সিএনজি অটোরিকশাটি চাঁদপুরে গ্যাস নিতে আসছিল। এ সময় উল্টোদিক থেকে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিচালক আবুল হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

চাঁদপুর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আবুল হোসেন ফরিদগঞ্জ উপজেলার মৃত আব্দুল জলিলের ছেলে।

(দ্য রিপোর্ট/এমবি/শাহ/এএস/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর