thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

খুলনায় জাপার আধাবেলা হরতাল চলছে

২০১৩ ডিসেম্বর ২১ ১২:১৭:২৩
খুলনায় জাপার আধাবেলা হরতাল চলছে

খুলনা সংবাদদাতা : খুলনায় শনিবার আধাবেলা হরতাল পালিত হচ্ছে। হুসেইন মুহম্মদ এরশাদকে চিকিৎসার নামে আটকের প্রতিবাদে জাতীয় পার্টি খুলনা মহানগর ও জেলা শাখা এ হরতালের ডাক দেয়।

সাবেক এমপি ও জাতীয় পার্টি মহানগর শাখার সভাপতি আব্দুল গাফফার বিশ্বাসের নেতৃত্বে হরতালের পক্ষে মিছিল বের হয়। ডাকবাংলোর দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল শেষে আব্দুল গাফফার বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম মধু, তৈমুর রহমান শাহিন প্রমুখ।

এ ছাড়াও হরতালের সমর্থনে জাতীয় পার্টি ফুলতলা ও দৌলতপুরে মিছিল করে। হরতালে দোকানপাট বন্ধ রয়েছে, নগরীতে কোনো যানচলাচল করছে না।

(দ্য রিপোর্ট/এটি/শাহ/এএস/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর