thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

পাকিস্তানের ভূমিকায় বঙ্গবন্ধু পরিষদের নিন্দা

২০১৩ ডিসেম্বর ২১ ১২:৩০:০৯

দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর পাকিস্তান পার্লামেন্টের কার্যক্রমের নিন্দা জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানায় বঙ্গবন্ধু পরিষদ।

সংগঠনের সাধারণ সম্পাদক এসএ মালেকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ব ম ফারুক, আকতারুজ্জামান, গোলাম রব্বানী, সাংবাদিক শফিকুর রহমান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রেজাউর রহমান খান প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডা. এসএ মালেক।

তিনি বলেন, ‘কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পরিপ্রেক্ষিতে পাকিস্তান পার্লামেন্ট ধৃষ্টতা দেখিয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী একে জুডিশিয়াল কিলিং বলে যে ঔদ্ধত্য দেখিয়েছে তার প্রতিবাদ করার ভাষা আমাদের নেই।’

একই সঙ্গে পাকিস্তানের দুটি রাজনৈতিক দলকে সংবাদ সম্মেলনে ধন্যবাদ জানানো হয়। পাকিস্তান পিপলস পার্টি ও মোত্তহিদা কওমী মুভমেন্ট বিষয়টিতে ভিন্নমত পোষণ করায় তাদের অভিনন্দন জানানো হয়।

আ ব ম ফারুক বলেন, ‘পাকিস্তান এখনো বাংলাদেশের অনেক সম্পদের হিসাব দেয়নি। তাদের বিহারীদের এখনো ফিরিয়ে নেয়নি। বিএনপি-জামায়াত এদেরকে ভোটার বানানোর চক্রান্ত করেছে। এটা মেনে নেওয়া যায় না।’ এ সময় পাকিস্তানের পণ্য বর্জনের আহ্বান জানান তিনি।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- অধ্যাপক আক্তারুজ্জামান, রেজাউর রহমান প্রমুখ।

(দ্য রিপোর্ট/বিকে/শাহ/এনডিএস/ডিসেম্বর ২১,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর