thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

শাপলা চত্বরে সমাবেশের দৃঢ় প্রত্যয় হেফাজতের

২০১৩ ডিসেম্বর ২১ ১২:৩৭:০৬
শাপলা চত্বরে সমাবেশের দৃঢ় প্রত্যয় হেফাজতের

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাপলা চত্বরে ২৪ ডিসেম্বর পূর্ব ঘোষিত সমাবেশ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে হেফাজতে ইসলাম। এ জন্য বিরোধী দলের অবরোধ কর্মসূচি শিথিলেরও দাবি জানাবে কওমি মাদরাসা ভিত্তিক এ সংগঠন।

হেফাজতের নায়েবে আমির ও ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। বারিধারা মাদ্রাসায় শনিবার বেলা সোয়া ১২টার দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নূর হোসাইন কাসেমীর আশা প্রকাশ করেন, ২৪ ডিসেম্বরের সমাবেশ করতে শেষমুহূর্তে অনুমিত দেবে প্রশাসন। যদি অনুমতি না দেওয়া হয় তাহলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

নূর হোসাইন কাসেমী বলেন, ‘২৪ ডিসেম্বরের সমাবেশ হবে শান্তিপূর্ণ। আল্লামা আহমদ শফী দেশ ও জাতির কল্যাণে সেদিন দোয়া পরিচালনা করবেন।’

চলমান রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধান, সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন, ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, মুফতি ওয়াক্কাসসহ শীর্ষ নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশের আহ্বান করেছে হেফাজতে ইসলাম।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, ঢাকা মহানগরীর সদস্য সচিব মাওলানা জোনায়েদ আল হাবীব, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবদুল রব ইউসূফী, ড. আহম্মদ আবদুল কাদের, মুফতি মাহফুজুল হক, মুফতি মো. তৈয়ব, মাওলানা আবুল হাসনাত আমিনী প্রমুখ।

(দ্য রিপোর্ট/কেএ/এনডিএস/ডিসেম্বর ২১,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর