thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বগুড়ায় গণজাগরণের মানববন্ধনে ককটেল, আহত ৬

২০১৩ ডিসেম্বর ২১ ১২:৪৫:৪৩
বগুড়ায় গণজাগরণের মানববন্ধনে ককটেল, আহত ৬

বগুড়া সংবাদদাতা : বগুড়ায় গণজাগরণ মঞ্চের মানববন্ধনের প্রস্তুতিকালে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ সমর্থকরা। এতে সহকারী পুলিশ সুপারসহ ৩ পুলিশ সদস্য ও গণজাগরণ মঞ্চের ৩ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ কমপক্ষে ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল পৌনে ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় প্রধান ডাকঘরের সামনে পূর্বঘোষিত স্থানীয় গণজাগরণ মঞ্চ আয়োজিত মানববন্ধন করার লক্ষ্যে প্রস্তুতি চলাকালে পরপর ৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ সমর্থকরা। সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা ২০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

ককটেল বিস্ফোরণে সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) উজ্জ্বল কুমার মণ্ডল, পুলিশ সদস্য আবদুর রশিদ, বগুড়া গণজাগরণ মঞ্চের সমন্বয়ক মাছুদার রহমান হেলাল, গণজাগরণ মঞ্চের সংগঠক অ্যাডভোকেট দুলাল কুণ্ডু, কর্মী মোস্তাফিজুর রহমানসহ ৬ জন আহত হয়েছেন। আহত সবাইকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় গণজাগরণ মঞ্চ সংগঠক জেএম রউফ বলেন, ঢাকার গণজাগরণকর্মীরা পাকিস্তানি দূতাবাস ঘেরাওয়ের সময় পুলিশ লাঠিপেটা করার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতমাথায় এক মানববন্ধন করার জন্য মঞ্চকর্মীরা সমাবেত হচ্ছিলেন। এ সময় পরপর ৬টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে গণজাগরণ মঞ্চ সমন্বয়ক মাছুদার রহমান হেলাল, এক পুলিশ সদস্যসহ ৩ জন আহত হয়েছেন।

বগুড়া গণজাগরণ মঞ্চ পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর ও মিডিয়া) গাজীউর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে অবস্থান করছিলাম। হঠাৎ করে ওপর থেকে পরপর ৬টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তাদের প্রতিহত করতে পুলিশ ১৫-২০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

(দ্য রিপোর্ট/বিএস/এএস/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর