thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

রাজশাহীর ১২ লাখ শিশুকে টিকা খাওয়ানো হচ্ছে

২০১৩ ডিসেম্বর ২১ ১২:৫৫:১৪
রাজশাহীর ১২ লাখ শিশুকে টিকা খাওয়ানো হচ্ছে

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে ২১তম জাতীয় টিকা দিবস ও হাম-রুবেলা ক্যাম্পেইনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে রাজশাহী সিটি করপোরেশন চত্বরে সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এ কার্যক্রমের উদ্বোধন করেন।

রাজশাহী জেলা ও নগরীতে শূন্য থেকে ৫ বছরের নিচে ১২ লাখ ১২ হাজার ৮২৩ শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আজহার আলী, জেলা সিভিল সার্জন ডা. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা এফএম আঞ্জুমান আরা বেগম এবং রাসিকের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটিরি সভাপতি আবু বাক্কার কিনু ও ডেপুটি সিভিল সার্জন আজিজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/লতিফ/ডিসেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর